Answered 3 years ago
ভাইরাস এর আক্রমণজনিত কারনে সাধারণ ভাবে কন্ডাকটিভ ডেফনেস হয় না, তাই মনে হচ্ছে আপনার ডেফনেস এর যথার্থ কারণ জানা দরকার। যদি কারণটা নিরাময় যোগ্য হয় তাহলে চিকিৎসা করলে উপকার হবে। ইউনিলেটারেল (এক কানের) কন্ডাকটিভ ডেফনেস এর একটি সুচিকিতসাযুক্ত কারন হলো ওটোস্ক্লেরোসিস, যা স্টেপেডেক্টমি ওপারেশন করলে সেরে যায়।
আর যদি আপনার ভাইরাস ঘটিত সেন্সরিনিউরেল ডেফনেস হয়ে থাকে তাহলে চিকিৎসায় সারানোর সম্ভাবনা কম। এক্ষেত্রে যদি আপনার অন্যপাশের শুনা স্বাভাবিক থাকে তাহলে মনে হয় সেটা দিয়েই চালিয়ে নেওয়া উচিত।
সেন্সরিনিউরেল ডেফনেস যদি বাইলেটারেল অর্থাৎ দুই দিকের কানেই হয়, যা ভাইরাস ঘটিত সেন্সরিনিউরেল ডেফনেস এর বিশেষত্ব, তাহলে হিয়ারিঙ এইড নেওয়া যায়, অথবা আজকাল অনেক জায়গায় কক্লিয়া (ইন্টারনেল ইয়ার) প্রতিস্থাপিত করার সরকারি ও বেসরকারী হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে।
পরিশেষে আবার বলি, ইউনিলেটারেল (এক কানের) কন্ডাকটিভ ডেফনেস ইন্টারনেল ইয়ার এর রোগ নয় এর প্রথম ও প্রধান কারন হচ্ছে মিডল ইয়ার (মধ্যকর্ণ) এর এবং দু' একটা ক্ষেত্রে এক্সটারনেল ইয়ার ( বহিঃকর্ণ) এর অসুখ।
আপনি ই- এন টি বিশেষজ্ঞ ডাক্তার এবং নিউরোমেডিসিন বিশেষজ্ঞ দেখিয়ে ভাল করে জেনে নিন।
fardinashik publisher