মোটামোটি সব ধরনের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং ব্যবহার করা হয়, কিন্তু আইওস অপারেটিং ব্যবহার করা হয় না, শুধু আইফোনে হয় কেন?

1 Answers   8.9 K

Answered 2 years ago

কারণ এন্ড্রয়েড ওপেনসোর্স আর সেটা ফোন কোম্পানি কিনে নিয়ে নিজেদের মত কাস্টমাইজ করে তাদের ফোনে ব্যবহার করে। কিন্তু অ্যাপল কোম্পানির আইওএস বিক্রি করেনা এবং ওপেনসোর্স ও না। আইওএস শুধু মাত্র আইফোনের জন্যই ডেভলপ করা এবং অপটিমাইজ করা। চাইলেই অন্য ফোনে ব্যবহার করা যাবেনা।


Belal Uddin
belaluddin
391 Points

Popular Questions