মেয়েরা যে ছেলেদের মন থেকে ভালোবাসে, তার একটা যুক্তিসংগত প্রমাণ দিতে পারবেন কি?
8
0
1 Answers
12.4 K
0
Answered
2 years ago
অভিজিৎ রায়ের ভালোবাসা কারে কয় বইটি পড়তে পারেন। ছেলে মেয়ে কেউ কাউকে মন থেকে ভালোবাসে না। সবই আবেগ আর আসক্তি।
ভালোবাসা বলতে কিছু নেই।
মানুষ হচ্ছে টিকে থাকার সারভাইভাল মেশিন। তাই কেউ তার নিজের স্বার্থবিরোধী কাজ করবে না। আবার কেউ স্বার্থপর আচরন করলে ক্ষেপে যাওয়ারও কিছু নেই। সবাই এমনিতেই এমন কাজটিই করবে যাতে তার সর্ব্বোচ্চ স্বার্থ রক্ষা হয়।
যেহেতু পাগলও নিজের স্বার্থ বুঝে সেহেতু বহুর্মুখী স্বার্থ থেকে সংঘাত অনির্বার্য। তাই নিরাসক্ত ও ধৈর্য্য ধারন করলে সমস্যা ও সংঘাত কমে আসবে।
রিচার্ড ডকিন্স তার সেলফিশ জিন বইয়ের ‘ব্যাটেল অব সেক্স’ নারীপুরুষের মধ্যে প্রতারণা এবং বিশ্বস্ততা নিয়েও একটি সরল ‘গেম থিওরীর’ অবতারণা করে দেখিয়েছেন যে, সেখানেও দড়িটানা টানির একটা খেলা চলে, ফলে পূর্ণ বিশ্বস্ত নারী-পুরুষে ভর্তি সমাজ যেমন আমরা পাইনা, তেমনি এমনো পাইনা এমন সমাজও যেখানে সবাই অবিশ্বস্ত। বরং সমাজে দেখা যাবে- বিশ্বস্ততা এবং প্রতারণা রাজত্ব করে একটি নির্দিষ্ট অনুপাতে যা শেষ পর্যন্ত বিবর্তনীয় স্থিতিশীল কৌশল বা Evolutionary stable strategy তৈরি করে। ( অভিজিৎ রায়ের ব্লগ থেকে কালেক্টেড)
ahmedsakib publisher