Answered 2 years ago
এমনটা লিখতে পারলে উত্তরটা মজার হত, যে দর্শক আসনে ছেলেরা সংখ্যায় বেশি থাকে বলে মেয়েরা বেশি কাঁদে। কিন্তু সেটা লেখা হয়ে উঠলো না। লিখতে গিয়ে যেটা মনে আসছে তাই লিখে ফেলি, আসলে মেয়েদের আবেগ অনেক বেশি ওরা অনেক আবেগপ্রবণ হন ওরা সম্পর্ককে মান্যতা দিতে জানেন ওদের বিবেচনা বোধ অনেক গভীরে। তাই কখনো কোন ক্ষেত্রে কোন ভাবনার ছন্দপতন হলে ওদের কোমল মন অতি সহজেই ভেঙে চুরমার হতে থাকে । আর তারই বহিঃপ্রকাশ ঘটে কান্নায় ।ছেলেরা তুলনামূলকভাবে অনেক বেশি রাফ এন্ড টাফ । মানে অনেকটা ট্রেনের ডেলি প্যাসেঞ্জারদের মত। ভির ট্রেনে ওঠার সময় কত ধাক্কা আঘাত ছোটখাটো বাক-বিতণ্ডা। আবার যাত্রা শেষে অফিস বা বাড়ি ফেরার পথে সে সমস্ত ঘটনা বেমালুম ভুলে যাওয়া । ওই ঘটনা নিয়ে বসে থাকার সময় নেই তাদের , কান্না তো বহুদূরের কথা।
suriyasultana publisher