Answered 2 years ago
প্রশ্নটার উত্তর একেকজনের ক্ষেত্রে একেক ধরনের হয়ে থাকে,সবই তাদের মনমানুষিকতার বিষয়, কেউ সারাজীবন মনে রাখে, আবার কেউ ভুলে যায়,তবে জীবনে প্রিয় হোন আর অপ্রিয় হোন,যাই ঘটুকনা কেনো ঘটে যাওয়া ঘটনা মস্তিস্ক থেকে মুছে ফেলা কখনোই সম্ভব নয়,যেকোনো সময়ে যেকোনো মুহুর্তে মনে পড়তে পারে,যার সম্পর্ক যতো গভীর সে ততো বেশি মনে রাখে। তবে মনে রাখলেও ভালোবাসার একটা অনুভূতি ছিলো যার মৃত্যু ঘটে,সেই অনুভূতি আর অনুভব করেনা তারা। সেই প্রেম যতোই গভীর হোক। প্রথম ৩ মাস ৬ মাস মনে পড়তে পারে খুব বেশি, একটা গবেষনায় দেখা গেছে মানুষ তার হারানো মানুষকে সর্বোচ্চ ৬ মাস মনে করে কষ্ট অনুভব করে,তারপরে মনে পড়লে আর কষ্ট হয়না।স্বাভাবিক ঘটনার মতোই তাদের অজান্তে মনে পড়ে আবার ভুলে যায়। তবে স্বামীর সাথে ঝগড়া হলে বউয়ের সাথে ঝগড়া হলে মনমালিন্য হলে তখন বেশি মনে করে আর ভাবে সেই বেটার ছিলো। আর সংসারে সুখি হলে অভাব না থাকলে ভুল বুঝাবুঝি না থাকলে এমন টা হয়না। তবে মানুষ চাইলেও পুরনো কিছুই ভুলতে পারেনা। এটা মস্তিস্কের নিয়ম। তবে মেয়েদের তুলনায় ছেলেরা সারাজীবন তার হারানো প্রিয় মানুষটাকে মনে রাখে।
nasrinnahar publisher