মেয়েরা তার স্বামী অথবা বয়ফ্রেন্ডের কাছ এমন কোন জিনিসগুলো চায়, যেগুলো সে মুখে বলতে পারে না?

1 Answers   12.6 K

Answered 2 years ago

সবচেয়ে বেশি priority চায়।

সংসারজীবনে দায়িত্ব পালনে পাশে চায়। support চায়।

কারো সামনে ছোট হতে চায় না আর্থিকভাবে। কিছু মেয়ে খুব বেশি বিলাসিতা করে সেটা আলাদা বিষয়।

অনেক বেশি caring চায়। বিশেষ করে অসুস্থতায়।

বেশি বেশি quality time spend করতে চায়।

physical interaction যেমন জড়িয়ে ধরা, হাত ধরা, আলতো চুমু etc বেশি বেশি চায়।

চায় বলা কথাগুলোকে গুরুত্ব দিক আর না বলা কথাগুলোকে বুঝে নিক। কষ্টটা সমানভাবে অনুভব করুক।

মেয়েরা মানসিক অস্বস্তিতে, অশান্তিতে বেশি ভোগে। চায় পার্টনার সেই দিকটার খেয়াল রাখুক।

Sakib Uddin
Sakib23
297 Points

Popular Questions