মেয়েদের স্তনের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি কেমন?

1 Answers   1.8 K

Answered 1 year ago

দৃষ্টিভঙ্গি কখন‌ই বদলানো যায় না। কোনো যুক্তি বা বিজ্ঞান দিয়ে দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করা নেহায়েত বোকামি। মেয়েরা যদি এমন পোশাক পরে যেটাতে তার ক্লিভেজ দেখা যাবে, এমন পোশাক পরলে মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ হবেই। এটাই স্বাভাবিক। এটাকে এখন অনেক লিবারেলরা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বলবে "পশ্চিমা দেশে তো নারীরা স্তনভাজ বা ক্লিভেজ দেখিয়ে রাস্তায় চলাফেরা করে, ক‌ই সেখানকার লোকেরা তো দৃষ্টিভঙ্গি খারাপ করে দেখে না। আমাদের দেশে কেন দৃষ্টিভঙ্গি খারাপ করবে? সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান" আমি বলবো — দয়া করে "দৃষ্টিভঙ্গি" আর "বৈজ্ঞানিক যুক্তি" এক করবেন না‌। আমি যদি এখন পাকিস্তানের ক্রিকেট জার্সি পরে বাংলাদেশের রাস্তায় চলাফেরা করি, তখন তো ঠিকই এই লিবারেল বলবে "রাজাকার", "আলবদর"। তাহলে তাদের দৃষ্টিভঙ্গিটাই খারাপ হলো কেন? যুক্তি অনুসারে তো পশ্চিমা দেশে যদি আমি পাকিস্তানের ক্রিকেট জার্সি পরে থাকি, তখন তো কোনো লোক এসে দৃষ্টিভঙ্গি খারাপ করবে না। তাই না?? তো যারা আমাকে রাজাকার বলছে, তাদের দৃষ্টিভঙ্গি আগে বদলানো উচিত, তাই না?? _ দৃষ্টিভঙ্গি একটা ভৌগোলিক বিষয়, আর এটা যুক্তি দিয়ে উপস্থাপন করা আর বদলানোর কথা চিন্তা করা বোকামি। আমার দেশের নারীরা বাজে পোশাক পরলে মানুষের দৃষ্টিভঙ্গি খারাপ হবে, এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতি।
Husneara Himu
husnearahimu
318 Points

Popular Questions