মেয়েদের সামনে কিভাবে থাকলে মেয়ে প্রেমে পরে যাবে?

1 Answers   3.2 K

Answered 1 year ago

রুচিশীল ও মার্জিত পোশাক পরিধান করুন। চেহারায় একটি কিউট ভাব রাখুন। পারলে খোঁচা খোঁচা দাঁড়ি রাখুন। সিক্স প্যাক হলে ভালো,না হলেও চলবে।তবে সিক্স প্যাক হলে বশে আসার সম্ভাবনা বেশি। স্মার্টলি কথা বলতে শিখুন।এটি খুবই কার্যকর পদ্ধতি। মেয়েদের সামনে দিয়ে অযথা বাইক নিয়ে ঘোরাঘুরি করুন। পকেটে যদি ভরপুর টাকা থাকে,তাহলে শো অফ করুন। টুকটাক পাওয়ার প্র্যাকটিস করুন। মাঝে মাঝে সিম্পলি পেশিশক্তির বল দেখান। যেকোনো জিনিস স্মার্টলি ডিল বা হ্যান্ডেল করার চেষ্টা করুন। মেয়েদের সামনে অন্যের দায়িত্ব নিন। সুন্দর চাহনি রাখুন। সর্বদা নিট এন্ড ক্লিন থাকুন। কখনো নিজের আবেগ প্রদর্শন করবেন না। জোকস করার এবং অন্যকে হাসানোর মতো কোয়ালিটি অর্জন করুন। সর্বশেষ- কাঙ্খিত মেয়েটির সাথে চোখাচোখি করুন।
Ajit Kumar
ajitkumar
262 Points

Popular Questions