মেয়েদের বাচ্চা কনসিভ করার জন্য কি তাদের অর্গাজম হওয়া জরুরি?
0
0
1 Answers
11.9 K
0
Answered
2 years ago
অর্গাজম হওয়ার সাথে কনসিভ করার কোন সম্পর্ক নেই। অর্গাজম হয় ক্লিটোরিসে আর বাচ্চা কনসিভ হয় জরায়ুতে। জরায়ু আর ডিম্বাশয় ঠিক থাকলেই বাচ্চা কনসিভ না নাহকে হয় না এখানে অর্গাজমের কিছু নেই। অর্গাজম যৌন মিলনের সময় লাগে তাছাড়া অর্গাজমের আর কোন মূল্য নেই।
imonrana publisher