মেয়েদের প্রতি আকর্ষণ কীভাবে কমানো যায় ছাত্র বয়সে?

1 Answers   4.5 K

Answered 2 years ago

বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ স্বাভাবিক হলেও আত্ননিয়ন্তন করতে না পারলে আপনার জীবনটা অস্বাভাবিক করে ফেলবেন। আপনি যেহেতু ছাত্র এখন যা আকর্ষন করতেছে তা বেশিরভাগই অতি আবেগের কারণে ঘটছে। আর এটাকে ফলাফল যে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি…. তো মেয়েদের প্রতি আকর্ষন কমানো কিছু ব্যবস্হা নিতে পারে.. যেমনঃ আপনি যেহেতু স্টুডেন্ট পড়াশুনার ক্ষেত্রে মেয়েদেরকে প্রতিযোগী হিসেবে নিবেন। খেয়াল করলে দেখবেন বতর্মানে পড়াশুনায় মেয়েরা অনেক ভালো করে ছেলেদের তুলনায়। আপনার ক্লাসে সবচেয়ে যে মেয়েগুলো ভালো রেজাল্ট করে যেভাবে হোক আপনি তাদেরকে পড়াশুনায় হারানো চেষ্টা করেন। প্রতিযোগীতায় কমবেশি সবাই প্রতিপক্ষকে হিংসা করে (তবে প্রতিহিংসা বসত কারো কোনদিন ক্ষতি করবেন না কারণ কর্মের ফল কেউ এড়াতে পারে না) । আর যখনই আপনি মেয়েদেরকে প্রতিযোগী ভাববেন তারা আপনাকে দেখতে পারবে না এতে করে দেখা যাবে আপনার মেয়েদের প্রতি আকর্ষন কমে যাবে কারণ তারা আপনার প্রতিপক্ষ । আপনি চাইবেন কিভাবে এদেরকে হারানো যায় এতে তাদের সাথে প্রতিযোগীতায় টিকে থাকার জন্য আপনাকে পড়াশুনায় বেশ সময় দিতে হবে তাতে আপনার দুইদিকেই লাভ আপনার পড়াশুনাও ভালো হবে , তাদের প্রতি আকর্ষনও কমে আসবে । দ্বিতীয়ত, যেটা করতে পারে মেয়েদেরকে আপনার নিজের বোনের সাথে তুলনা করবেন। অর্থ্যাৎ আপনার বোনের সাথে কোনো ছেলে যে আচারণ করলে আপনি সহ্য করতে পারবেন না আপনিও প্রতিজ্ঞা করেন আপনিও কোনো মেয়ের সাথে সেই আচারণ করবেন না। এবার আপনিই ভালো জানেন আপনার বোনের সাথে কোনো ছেলে কোন আচারণ করলে আপনি সহ্য করতে পারবেন না তা আপনিও করা থেকে বিরত থাকেন। এইটার পরও যদি আপনি আকর্ষন কমাতে না পারেন তাহলে আমার মনে হয় দুনিয়ার কোনো টেকনিক আর কাজ হবে। কারণ ছেলেরা আর যাইহোক তাদের বোনের সাথে , তাদের নিজের মেয়ের সাথে কোনো অবিচার সহ্য করতে পারে না। আরেকটা কথা মনে রাখবেন, আজ আপনি কোনো মেয়ের সাথে খারাপ আচারণ করেন আপনি যে ভবিষ্যতে বিয়ে করবেন আপনার সহধর্মীনী ঠিক ওই মেয়ের মতই হবে তখন আপনি মানতে পারবেন? আমি নিজেও এই দুইটা জিনিস মাথায় রাখি। কারণ আমি বিশ্বাস করি আমি যেমন ভবিষ্যতে আমি সঙ্গী(বউ) হিসেবে তেমন একজনকে পাবো আর আমি চাইনা আমার সঙ্গীনী খারাপ হোক। ভুল ত্রুটি ক্ষমা করবেন ধন্যবাদ
Abu Rahi
aburakhi
190 Points

Popular Questions