Answered 2 years ago
ছেলে রা সিঙ্গেল থাকে, মেয়ে রা দ্রুত সম্পর্কে জোড়ায় বা বিয়ে করে —-
মেয়েদের সাধারণত ১৬ থেকে ৩০ বছর এর মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে ৩০ এ মাত্র বউ খোঁজা শুরু করে। এতোটা বছর অবশ্যই ছেলে রা একলা থাকে।
মেয়ে রা এমন কাউকে পছন্দ করে, যাতে সে তাকে বিয়ে করতে পারে। আর এরজন্য বেকার বা স্টুডেন্ট দের সঙ্গে সম্পর্ক গড়ে না। যার ফলে মেয়ে রা বন্ধন তৈরি করলেও সেই স্টুডেন্ট বলা বেকার ছেলে কিন্তু একলাই রয়ে গেল।
মেয়ে রা জানে তাদের পরিবার ভালো ছেলে, পরিবার দেখে বিয়ে দিবে, এবং তাদের ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার ব্যাপার নেই। যার ফলে মেয়ে রা বেশি অপেক্ষা করতে হয় না। এবং কিছু ছেলেরা আবার ভীতির মধ্যে থাকে, প্রতারণা হবে ভেবে বা তার যোগ্যতা নেই, অমুক কে বিয়ে করার, তাই তারা সম্পর্ক করতে চিন্তা করে। যদিও কিছু ভারোভাতারি* টাইপ ছেলে মেয়ে আছে যারা একটার পরে একটা সম্পর্ক তৈরি করে। আর এর মূল কারণ দেরিতে বিয়ে দেওয়া, পরিবারের অসচেতনতা।
piyasahmed publisher