মেয়েদের ইংরেজি নামের শুরুতে সাধারণত 'Mst.' বা 'Ms.' ব্যবহার করে হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে দুটোই কি সঠিক নাকি একটি সঠিক আরেকটি ভুল? যদি দুটোই সঠিক হয়, তাহলে কোনটা ব্যবহার করা উচিত?

1 Answers   7.4 K

Answered 2 years ago

দুটোই সঠিক তবে ব্যবহারের ক্ষেত্র অনুযায়ী।মেয়েদের নামের পূর্বে বেশ কিছু শব্দ ব্যবহার করা হয় এবং এদের ব্যবহারের কিছু নিয়ম আছে।

Miss-এটি ব্যবহার করা হয় যখন কোনো মেয়ে অবিবাহিত অথবা ৩০ বছরের নিচে হয়।

Ms-এটি ব্যবহার করা হয় যখন আপনি কোন মেয়ে অবিবাহিত নাকি বিবাহিত তা জানেন না বা ৩০ বছর বয়সের উপরে হয় কিন্তু বৈবাহিক অবস্থা জানাতে চায় না

Mrs-এটি ব্যবহার করা হয় যখন কেউ বিবাহিত হয়

Mst-এটি সাধারণত দক্ষিন এশিয়ার মুসলিম মেয়েদের নামের পূর্বে ব্যবহার করা হয়।

আপনি জায়গা বুঝে এসব ব্যবহার করতে পারেন।

Arif Khondokar
Arif Khondokar
601 Points

Popular Questions