Answered 2 years ago
দুটোই সঠিক তবে ব্যবহারের ক্ষেত্র অনুযায়ী।মেয়েদের নামের পূর্বে বেশ কিছু শব্দ ব্যবহার করা হয় এবং এদের ব্যবহারের কিছু নিয়ম আছে।
Miss-এটি ব্যবহার করা হয় যখন কোনো মেয়ে অবিবাহিত অথবা ৩০ বছরের নিচে হয়।
Ms-এটি ব্যবহার করা হয় যখন আপনি কোন মেয়ে অবিবাহিত নাকি বিবাহিত তা জানেন না বা ৩০ বছর বয়সের উপরে হয় কিন্তু বৈবাহিক অবস্থা জানাতে চায় না
Mrs-এটি ব্যবহার করা হয় যখন কেউ বিবাহিত হয়
Mst-এটি সাধারণত দক্ষিন এশিয়ার মুসলিম মেয়েদের নামের পূর্বে ব্যবহার করা হয়।
আপনি জায়গা বুঝে এসব ব্যবহার করতে পারেন।
Arif Khondokar publisher