মেসে থাকতে করণীয় কী যাতে রুম মেটের অসুবিধা না হয়?

1 Answers   8.5 K

Answered 2 years ago

অষ্টম শ্রেণি থেকে আজ অবধি মেসে থাকি। কাজেই এই উত্তর লেখার জন্য আমিই উপযুক্ত ব্যক্তি। আমার কিছু পারসেপশন আমি ভাগাভাগি করছি। প্রথমত মোবাইলে উচ্চ শব্দে কোন কিছু শোনা যাবে না। সেক্ষেত্রে হেডফোন ব্যবহার করুন। রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে কারো সাথে তর্কে জড়াবেন না। এক জনের পেছনে তার সম্পর্কে বাজে সমালোচনা করবেন না। কারো সাথে অতিরিক্ত মাখামাখি করা যাবে না। মেসের বাজার করা থেকে শুরু করে ওয়াশ রুম ক্লিন করা- এগুলোতে ফাঁকি দেয়া যাবে না। মেসের সবার সাথে সৌজন্যমূলক সম্পর্ক রাখুন। মেসের কাউকে আগ বাড়িয়ে পরামর্শ ও জ্ঞান বিতরণ করতে যাবেন না। নিয়মিত নিজের রুম পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। মেস মেম্বারদেরকে ছাড় দেয়ার মানসিকতা রাখুন। কাউকে আঘাত করে কথা বলবেন না। যদি অধিক রাত অবধি পড়তে চান, সেক্ষেত্রে টেবিল ল্যাম্প ব্যবহার করুন। কথা যত কম বলবেন ততই ভালো। ফোকাস রাখুন শুধুমাত্র নিজের উপর, অন্যের উপর নয়। ফোনে উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকুন। নিতান্তই দীর্ঘ সময়ব্যাপী ফোনে কথা বলার প্রয়োজন হলে বারান্দায় চলে যান অথবা বাসার বাহিরে অবস্থান নিন। আপনার অতি ব্যক্তিগত কোন ইনফরমেশন কারো সাথে শেয়ার করবেন না। নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন। কারো সাথে অযথা গায়ে পড়ে বন্ধুত্ব করতে যাবেন না। চলাফেরায় স্বনিয়ন্ত্রণ নিয়ে আসুন। রুমমেটদের সাথে অযথা আড্ডাবাজি ও আলগা কথাবার্তা পরিহার করুন। সঠিক সময়ে মেসের বকেয়া পরিশোধ করুন। কারো কাছ থেকে টাকা ধার করার মানসিকতা পরিহার করুন। মেসের বুয়া বা খালাদের সাথে ভালো ব্যবহার করুন। খাওয়া দাওয়া শেষ হলে নিজের প্লেট নিজেই ধুয়ে ফেলুন। ওয়াশরুম ব্যবহার করার পর পর্যাপ্ত পানি ঢালুন। এমনভাবে চলাফেরা করুন যাতে করে আপনি কারো ক্ষতির কারণ না হন। কাউকে হেয় ও ছোট করে কথা বলবেন না। সম্ভব হলে সবাইকে 'আপনি' (বয়সে জুনিয়র হলেও) বলে সম্বোধন করুন। এতে করে সম্পর্ক অত্যন্ত মজবুত ও ফর্মাল থাকে। কেউ আপনার বন্ধু হলে সেটা আলাদা বিষয়। বাসার দারোয়ান বা তত্ত্বাবধায়ক এর সাথে সুসম্পর্ক রাখুন। তাদের সাথে ঝগড়াঝাঁটি করা যাবে না। মেসের খাবার দাবার নিয়ে ছোটলুকি আচরণ করবেন না। অর্থাৎ খাবার কম/ বেশি- এসব নিয়ে ঝামেলায় জড়াবেন না। এসব ক্ষেত্রে ছাড় দেয়ার মানসিকতা গ্রো করুন। খালা বা বুয়া না আসলে সেক্ষেত্রে বাসায় যদি রান্না হয়, তাহলে রান্নাবান্নায় কোঅপারেট করুন।
Munni Khatun
munnisha05
305 Points

Popular Questions