মেসেঞ্জারে আমি কাউকে বা কেউ আমাকে কল দিলে সে আমার কথা শুনতে পাচ্ছে না। কী করব, তার কথা আমি শুনছি? হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আবার এরকম সমস্যা হয় না।

1 Answers   8.6 K

Answered 2 years ago

এন্ড্রয়েড-৫ ভার্শনের পর থেকে বর্তমানে সকল ডিভাইসেই অ্যাপের পারমিশন ম্যানুয়ালি কাস্টমাইজ করা যায়। কোন অ্যাপ কতদূর এক্সেস নিতে পারবে. তা আপনি নিজে থেকে সেট করতে পারবেন।

এমনটাই ঘটেছে মেসেঞ্জারের ক্ষেত্রে। দূর্ঘটনা-বশত মাইক্রোফোন পারমিশন ডিনাই করে দিয়েছেন! যার কারণে আপনি শুনলেও, অপর পাশে শুনতে পারছে না।

অ্যাপ ইনফো/সেটিংস থেকে এলাও করে দিন. তাহলেই ঠিক হয়ে যাবে।

Sojib Shariar
sojibsahriar
503 Points

Popular Questions