মেসির শরীরে এতো ট্যাটু কেন? আর ট্যাটুর মধ্যে কী গোপনরহস্য বা বার্তা আছে?

1 Answers   6.2 K

Answered 2 years ago

মেসির শরীরে থাকা প্রত্যেকটি ট্যাটুরই মানে রয়েছে। এই যেমন - 1.রোজারিও- যা তার home town কে নির্দেশ করে 2.No 10- যা তার জার্সি নম্বর 3.এটাকে বলে Antonella's eye… মেসির হাতে থাকা চোখের ট্যাটু মূলত সে তার wife Antonella র চোখের আদলে তৈরি করেছে। তাছাড়া মেসি তার পরিবারের সদস্যেদের ট্যাটু মাঝে মধ্যেই নিজের শরীরে করে থাকে। এই যেমন - 4.তার মায়ের ট্যাটু, যা সে নিজের পিঠে বানিয়েছিলো 5.তার ছেলে থিয়াগোর হাতের ট্যাটু, যা সে নিজের পায়ে বানিয়েছিলো 6. তার বাম পায়ে রয়েছে ফুটবলের ট্যাটু, কারণ সে বাম পা দিয়েই বেশি শট নেয়। আর, তার এই বাম পায়ের জন্য সে প্রায় 900M ডলার এর ইন্সুরেন্স করিয়ে রেখেছে।
Abbas
abbas
320 Points

Popular Questions