মেশিন সংস্থাপন ব্যয় কী?

1 Answers   14.4 K

Answered 2 years ago

একটা মেশিন কারখানায় স্থাপন করতে যে সমস্ত ব্যয় বহন করতে হয় তাকে মেশিন সংস্থাপন ব্যয় বলে। উদাহরণস্বরূপ মেশিনটি স্থাপন করতে গেলে আগে সংশ্লিষ্ট কারখানায় তার ভিত স্থাপন করতে হয় তারপর সেই মেশিনের জন্য বিদ্যুৎ ব্যবস্থা সংক্রান্ত ব্যয়, সেই মেশিনটিকে বিক্রেতার কাছ থেকে সংশ্লিষ্ট কারখানায় আনা-নেওয়া সংক্রান্ত খরচ ইত্যাদি আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত করা হয়। হিসাব শাস্ত্রের নিয়মানুযায়ী যা আলাদা খাতে দেখানো যায় না বরং তা মেশিনের ক্রয়মূল্যের সাথে যোগ করেই তবে মেশিনের জন্য মূলধনী আসল খরচ ধরা হয়।


Rajibul islam
rajibul
301 Points

Popular Questions