মেডিকেল ছাত্র অবস্থায় কি বিয়ে করা যায়?

1 Answers   3.4 K

Answered 1 year ago

মেডিকেল ছাত্রীদের জন্য ত এই অবস্থায় বিয়েই উত্তম। আমার বাড়তি সময় যায় ছাত্রীদের হানিমুন যাওয়ার জন্য ছুটির দরখাস্ত অনুমোদন দিতে। কখনো ৩ জন একসাথে দরখাস্ত দিলে কাকে ছুটি দেবো সেটাও বিড়ম্বনা । নিশ্চয়ই আর্থিক, সামাজিক ও পারিবারিক সুবিধা আছে মেয়েদের জন্য এই সময় বিয়ে করার। আমি রিক্সায় চেপে কলেজে নেমে দেখি ছাত্রী পাজেরো নিয়ে এসেছে, স্বামী ভূমি অফিসার, পাশে বসে আছে। মেয়েদের জন্য ক্যারিয়ারের চেয়ে একজন ক্যারিয়ার পাওয়া বড় সুবিধা। ছেলেদের জন্য উল্টো টা। এমনকি দুজন বন্ধুর জীবন বরবাদ হতে দেখেছি ছাত্র জীবনে বিয়ের পর আর্থিক ও মানসিক টানাপড়নে । কিছু বন্ধু আবার সফলতা ও পেয়েছে, স্ত্রীর চাপে পড়াশোনায় মনোযোগ বাড়িয়ে।
Abbas
abbas
320 Points

Popular Questions