মেটাভার্স বাস্তব জগতের উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে?

1 Answers   2.8 K

Answered 2 years ago

যদিও বর্তমান সময়ে অনলাইন অ্যাডভান্স প্রযুক্তি হিসাবে মেটাভার্সকেই ধরা হচ্ছে, তার পরেও এই প্রযুক্তি মানুষের জন্য কতটা উপকার বা ক্ষতির করন হবে তা বুঝতে আরো অপেক্ষা করতে হবে আমাদের। ন্যানো টেকনোলজি ও মেশিন লর্নিং মানুষের সুক্ষ কাজগুলোকে আরো সহজ ও নিশ্চিত করছে। জটিল জটিল রোগের চিকিৎসায় গবেষকরা সফলতা খুজে পাচ্ছেন প্রযুক্তির সহায়তায়।

এইতো কিছুদিন আগে যখন কোভিড ছিলোনা তখন ঘরে বসে অফিস করার কথা আমরা ধারণাও করতে পারতাম না, কিন্তু এখন অফিস করা সহ মিটিং, কনফারেন্স সবই হচেছ ঘরে বসেই। তবে মেটাভার্স আরো এগিয়ে, এখানে আপনি ভার্চুয়ালি হলেও সকলের সাথে বসে কাজ করার অথবা মিটিং করার অনুভুতি পাবেন।

তবে এই প্রযুক্তির সাথে ঝুঁকিও আছে অনেক। যেহেতু অনেক কিছুরই খোল-নালচে সহ পাল্টে যাবে, তাই একটা প্রজন্ম বিরাট একটা ধাক্কা খাবে নিশ্চিত। প্রফেশনাল মুভি ক্যামেরা থেকে এখন হাতের মুঠোতে মোবাইলের সাথে ক্যামেরা চলে এসেছে এটা যেমন একটা পরিবর্তন, তেমনি এই মেটাভার্সও পাল্টে দেবে পৃথিবীর মানুষের জীবনযাত্রা। সেখানে অভ্যস্ত হতে এটকু সময়তো লাগবেই।

আরো বিস্তারিত জানতে সূত্রে উল্লেখিত লিংকের খেলাটি পড়ে দেখতে পারেন।

Tasfun Khan
tasfinkhan
528 Points

Popular Questions