মুসলিম বিশ্বাস মতে কোরআন ছাড়া সব ধর্মের বই বিকৃত। অন্য ধর্মের সব বই বিকৃত, শুধু নিজ ধর্মের বই সত্য, এটা কেমন কথা? এতে কি অন্য সব ধর্মে বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত লাগে না?

1 Answers   3.2 K

Answered 1 year ago

আপনি অবিকৃত এবং সত্য, এই দুটি শব্দ গুলিয়ে ফেলেছেন। তাছাড়া, ইমান ও বিশ্বাস এই দুটি জিনিসের পার্থক্য বোঝেন না। আজকে এই শব্দ গুলোর প্রকৃত অর্থ জানবো ; ইনশা-আল্লাহ। বারবার বলেছি, সৃষ্টিকর্তা/সর্বশক্তিমান/ঈশ্বর হলো সরকারের মতন। ইচ্ছামতো কাউকে সরকার বলা যায় না। যে প্রকৃত সরকার, তাকেই সরকার বলতে হবে। আপনি যদি মোদী কে অপছন্দ করেন, তবুও প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী বলতে হবে। অন্য করো নাম বলার সুযোগ নেই। ধরুন, আজকে একজন প্রশ্ন জিজ্ঞাসা করলো, ভারতের প্রধানমন্ত্রী কে? তিনজন মানুষের কাছে, তিন ধরনের উত্তর পাওয়া গেলো। ভারতের প্রধানমন্ত্রী শাহরুখ খান (সত্য নাম, কিন্তু মিথ্যা তথ্য)। মূর্তিপূজারীদের ধর্ম কিছুটা এমন। যাকে পছন্দ হয়, তাকে ঈশ্বর বলে। বিষয়টা শাহরুখ খানকে ভারতের প্রধানমন্ত্রী বলার মতন। পুরোটাই মিথ্যা দাবী ; মিথ্যা ধর্ম। ভারতের প্রধানমন্ত্রী মন-মোহন সিং (সত্য নাম, কিন্তু মেয়াদোত্তীর্ণ তথ্য)। ইহুদি ধর্ম কিছুটা এমন। তারা বর্তমান নবী মুহম্মদ (স) এর দেওয়া ধর্ম অস্বীকার করে, পূর্বের নবী মুসা (অ) এর ধর্ম আকড়ে ধরে আছে। বিষয়টা মন-মোহন সিংকে ভারতের প্রধানমন্ত্রী বলার মতন। তথ্যটা অতীতে সত্য ছিলো ; কিন্তু এখন মিথ্যা। ইহুদী ধর্ম অতীতে সত্য ছিলো ; কিন্তু এখন একটি মেয়াদোত্তীর্ণ ও বাজেয়াপ্ত ধর্ম। ভারতের প্রধানমন্ত্রী লরেন্দ্র গোদী (বিকৃত নাম, কিন্তু সত্যর কাছাকাছি)। খ্রিস্টান ধর্ম কিছুটা এমন। তারা পূর্বের নবী ইসা (অ) কে ঈশ্বরের পুত্র বলে। ঈশ্বরের পুত্র বলে কিছু নেই ; ঠিক যেমন লরেন্দ্র গোদী বলে কিছু নেই। এটা একটি বিকৃত ধর্ম। বিকৃত হলেই সেটা মিথ্যা হয় না। আবার, মিথ্যা হলেই সেটা বিকৃত নয়। মিথ্যা আর বিকৃত সম্পূর্ণ ভিন্ন জিনিস। কি বুঝলেন? ইসলাম সকল ধর্মকে বিকৃত বলে না। একমাত্র বিকৃত হলো - খ্রিস্টান ধর্ম। ইসলাম সকল ধর্মকে মিথ্যা বলে না। একমাত্র মিথ্যা হলো - মূর্তিপূজার ধর্ম। ইহুদী একটি মেয়াদোত্তীর্ণ ও বাজেয়াপ্ত ধর্ম।
Suriya Sultana
suriyasultana
519 Points

Popular Questions