মুসলিমরা লম্বা দাড়ি রাখেন কেন? এবং গোঁফ রাখেন না কেন?

1 Answers   4.7 K

Answered 1 year ago

আল্লাহ তায়ালা পৃথিবীতে নারী-পুরুষকে সৃষ্টি করেছেন ভিন্ন আকৃতি ও প্রকৃতিতে। যাকে যে আকৃতিতে সুন্দর দেখাবে তাকে সে আকৃতিতে সৃষ্টি করেছেন এবং এতেই রেখেছেন প্রভূত কল্যাণ। সেই ধারাবাহিকতায় পুরুষের চেহারায় দিয়েছেন দাড়ি আর গোঁফ। পক্ষান্তরে নারীকে এসব থেকে মুক্ত রেখেছেন। কারণ পুরুষের পৌরুষ ও কল্যাণ দাড়ি-গোঁফে আর নারীর নারীত্ব ও সৌন্দর্য মসৃণ ত্বকে। উভয়েরই নিজ নিজ আকৃতি ও প্রকৃতিতে আল্লাহ রেখেছেন অনেক কল্যাণ ও উপকার, যা হয়তো মানুষের জ্ঞানসীমার বাইরে। সুতরাং যে পুরুষ দাড়ি কামিয়ে নারীসদৃশ হয় তাদের ওপর আল্লাহর লানত বর্ষিত হয়। হাদিসে বর্ণিত হয়েছে, একবার এক মহিলা ধনুকে সজ্জিত হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে অতিক্রম করছিল। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষদের সাদৃশ্য গ্রহণকারী নারী আর নারীদের সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের ওপর আল্লাহর লানত বর্ষিত হোক। (মুজামুল আওসাত : ৪/২১২) আবার অনেকেই আছেন দাড়ি একেবারে কামিয়ে ফেলেন না। বরং ছেঁটে-কেটে বিভিন্ন স্টাইলে রাখেন। এতে বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন হয়। তাদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হয়। বর্ণিত আছে, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করল সে তাদের দলভুক্ত গণ্য হবে। (আবু দাউদ : ৪০৩১)। পুরুষের জন্য দাড়ি লম্বা রাখা ওয়াজিব। এটা ইসলামের গুরুত্বপূর্ণ শিয়ার ও চিহ্ন এবং সব নবী-রাসুলের সুন্নাহ। হাদিসে বর্ণিত হয়েছে, তোমরা মুশরিকদের বিরোধিতায় দাড়ি লম্বা রাখো আর গোঁফ খাটো করো। (বুখারি : ৫৮৯২; মুসলিম : ২৫৯)। দাড়ি কামিয়ে ফেললে কিংবা ছেঁটে রাখলে কবিরা গুনাহ হবে। এটা এমন এক গুনাহ, যা সর্বাবস্থায় হতে থাকে যতদিন না দাড়ি একমুষ্টি বরাবর হয়। আর গোঁফ ছোট ছোট করে রাখা সর্বসম্মত সুন্নাত। এমনভাবে ছোট করা যেন ওপরের ঠোঁটের উপরাংশ স্পষ্ট দেখা যায়। তবে ক্ষুর দিয়ে একেবারে চেঁছে ফেলা বিদআত। (ফতোয়ায়ে শামি : ৬/৪০৭)। কিন্তু গভীর পরিতাপের সঙ্গে লক্ষ করা যাচ্ছে বর্তমান যুবকরা অদ্ভুত সব স্টাইলে দাড়ি-গোঁফ রাখছে। সেসব দেখলে আশঙ্কা হয়, ইসলাম নিয়ে তারা উপহাস করছে না তো! পশ্চিমা মানসিকতার সেলিব্রিটিদের অনুসরণ করতে গিয়ে দাড়ি-গোঁফকে তারা হাস্যকর বিষয়ে পরিণত করছে। এদের দাড়ি-গোঁফ রাখার প্রচলিত সব স্টাইল পরিহারযোগ্য। ইসলাম সমর্থিত নয়।
Saifullah
saifullah
264 Points

Popular Questions