Answered 2 years ago
আরবিকে ঠিক মাতৃভাষার বিপরীতে দাঁড় করানোটা আমার পছন্দ হচ্ছে না। মায়ের চেয়ে রাসূল ﷺ মুসলিমদের কাছে বেশি প্রিয়। সেই অর্থে মায়ের ভাষার চেয়ে রাসূলের ﷺ ভাষা বেশি প্রিয় হতে পারে। কিন্তু আমি সেই যুক্তিতে যেতে চাই না। কেননা ইসলামের মূল ভিত্তি ঈমান, ভাষা নয়। আমি বিনীতভাবে শুধু এতটুকুই বলব— মাতৃভাষার মতই আরবিও মুসলিমদের নিজেদের ভাষা। মুসলিম হিসেবে এই ভাষাটির সাথে আমাদের আত্মার সম্পর্ক। আরবিকে কখনোই স্রেফ বিদেশী ভাষা বলে মনে হয় না।
Azhar Ali publisher