মুসলিমরা কেন কাজিনদের বিয়ে করে? কাজিন হলেও তারাতো ভাই বোন, কিভাবে সম্ভব তাদের বিয়ে করা?

1 Answers   5 K

Answered 2 years ago

ইদানীং কো'রা বাংলাতে এই কাজিন বিয়ে নিয়ে অনেক মন্তব্য দেখা যায়। এই বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের বিরুদ্ধে এক শ্রেণির ইসলাম বিদ্বেষী চক্র বিভিন্ন ধরনের ট্রল পোস্টও করে। তাই এই বিষয়ে কিছু আলোকপাত করতে চাই।

    কাজিন বিবাহ কী?

সমাজ বিজ্ঞানের পরিভাষায় চাচাত, মামাতো, ফুফাতো প্রভৃতি আত্মীয়তার সম্পর্ক থাকা ভাইবোনদের মধ্যে বিবাহকে কাজিন বিবাহ বলে। মূলত আত্মীয়তার সম্পর্ক জোরদার এবং সন্তান ও সম্পত্তি নিজেদের মধ্যে রাখার জন্য বিভিন্ন সমাজে এ ধরনের বিবাহ দেখা যায়।

    কাজিন বিয়ে কোথায় কোথায় দেখা যায়?

পৃথিবীর সর্বত্র আত্মীয়-স্বজনের মধ্যে বিয়ে প্রচলিত আছে। এই উপমহাদেশেও এমন কিছু জাতিগোষ্ঠী আছে যারা আত্মীয় স্বজনের বাইরে বিয়েই করে না।

    ভারতে কি কাজিন বিবাহ হয়?

কো'রা বাংলায় কিছু উত্তর আমার দৃষ্টিগোচর হয়েছে। কিছু ভারতীয় মনে করে, বাংলাদেশে হরদম কাজিন বিয়ে চলতেই থাকে। তাদের ভাবসাব দেখে মনে হয় ভারতে কাজিন বিয়ে বলতে কিছুই নেই।

Shuvan Ahmed
shuvanahmed
515 Points

Popular Questions