Answered 2 years ago
ইউটিউব থেকে। প্রথমে মুভিটা ডাউনলোড করে তারপর সেটা কয়েকবার দেখে কাহিনী টা তাদের আয়ত্তে নিয়ে আসে তারপর সেটা সংক্ষিপ্ত আকারে লিখে ফেলে। যাতে করে ভয়েস ওভার করার সময় আমতা আমতা করতে না হয়। তারপর সেটা ভয়েস ওভার করে ঐ ভয়েসের সাথে মিল রেখে কোথায় কোন ফোটেজ ব্যবহর করতে হবে সেটা ব্যবহার করে।
এখন প্রশ্ন আসতে পারে ইউটিউব থেকে মুভি ডাউনলোড করে আবার তার ফোটেজ নিজের ভিডিওতে ব্যবহার করলে তো কপিরাইট ক্লেম বা স্টাইক চলে আসবে।
এখন উত্তরে আমি বলব আপনি যদি সঠিক নিয়মে ভিডিও ক্লিপটা এডিটিং করতে পারেন তাহলে কখনোই কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেইম আসবেনা তার গ্যারান্টি আমি। ইউটিউবে এমন অনেক রোস্টিং চ্যানেল আছে যারা অন্যান্য ভিডিও থেকে ভিডিও ক্লিপ চুরি করে নেয় এবং সেটাকে নিজের ভিডিওতে ইউজ করে কিন্তু তাদের চ্যানেলে কোন ধরনের কপিরাইট স্টাইক নেই এবং 100% মনিটাইজেশন ও তারা পেয়েছে।
কিভাবে করবেন???
আপনি আপনার ভিডিওতে লংটাইম ফুটেজ ব্যবহার করা থেকে বিরত থাকুন। সর্বোচ্চ ৩ সেকেন্ড একটি ভিডিও ক্লিপ ব্যবহার করবেন এবং পুনরায় সেটা ব্যবহার করবেন। আবারো ৩ সেকেন্ডের ক্লিপ ব্যবহার করুন। এইভাবে কোথায় কোন ফোটেজ ব্যবহার করতে হবে সেটা ব্যবহার করুন। তবে ৩সেকেন্ডের বেশি যেনো না হয়। এইভাবে একটা মুভি এক্সপ্লেইন করুন। তারপর কালার গ্রেডিং করে আপনি আপনার ভিডিওতে অন্য একটি কালার ব্যবহার করুন এর ফলে ইউটিউব কনফিউশন হয়ে যাবে এবং আপনার কোন ধরনের কপিরাইট ক্লেইম বা কপিরাইট স্টাইক আসবেনা। আশা করি উত্তরটা পেয়ে গেছেন ধন্যবাদ।
cat.lover publisher