মুভিতে হ্যাকিং জগতের কার্যক্রমকে যেভাবে উপস্থাপন করা হয় তা কতটুকু সত্য?

1 Answers   2.2 K

Answered 2 years ago

অতীতে দ্যাখা গেছে, অনেক সাইন্স ফিকশনের আইডিয়া থেকেই অনেক কিছু আবিস্কার হয়েছে। তাই মুভিতে দেখানো জিনিস বর্তমানে না থাকলেও ভবিষ্যতে থাকবে/আসবে না তা কেউ বলতে পারে না। অনেক ক্ষেত্রে দ্যাখা গেছে প্রযুক্তির বিকাশ মানুষের কল্পনা অর্থাৎ ফিকশনকেও ছাড়িয়ে গেছে

Tonmoy Shek
tonmoyshek
536 Points

Popular Questions