Answered 2 years ago
রাজনীতির উচ্চমঞ্চে একবার সমাসীন হলে, তার থেকে নেমে নিরাপদ আশ্রয়ে বেরিয়ে আসা খুবই কষ্টকর; বরং অনেকাংশে অসম্ভব।
শেখ মুজিব বাংলাদেশে ওভাররেটেড একজন রাজনৈতিক নেতা। তাঁর স্মৃতিকে কেন্দ্র করে বাংলাদেশে মোড়ে মোড়ে মূর্তি নির্মাণের সংস্কৃতি গড়ে উঠেছে। তিনি বঙ্গবন্ধু নামে মানানসই। কিন্তু জাতির পিতা তাকে বলাটা নিতান্তই অতিভক্তি।
তাকে হত্যা করা হয়েছে সন্ত্রাসী কায়দায়। তাঁর খুনিরা কদর্য মানসিকতার ও কাপুরুষ ছিল। তাঁর ঘরের নারী ও শিশুদের হত্যা করাটা হত্যাকারীদের কাপুরুষতার প্রমান।
মুজিব কী এমন ন্যাশন বানিয়ে গেলেন, তাকে নিয়ে সিনেমা বানানোর দায়িত্ব দেয়া হল অন্য ন্যাশনের ডিরেক্টরকে। হাসিনা সরকারের নতজানু নীতির এক নগ্ন দৃশ্যায়ন।
এই সিনেমার ট্রেলার দেখে মনে হয়েছে, সিনেমাটা না দেখলেও চলবে। এই সিনেমা কোথায় চালাবে? বেশিরভাগ সিনেমা হল তো জুতার দোকান, শপিং মল, গোডাউনের পরিণত হয়েছে।
সিনেমার 'বাংলাদেশ ভারত ভাই ভাই' — কথাটা নিয়ে সমালোচনা হচ্ছে। বাংলাদেশ ভারতের মধ্যে ভাতৃত্বের বন্ধন থাকলে আসলে ভালোই হতো। আমি আশা করি, একদিন বাংলাদেশ ও ভারতীয় বিভিন্ন জাতিগুলোর মধ্যে সম্পর্কের উন্নতি হবে। কাশ্মিরে ভারত সরকারের আচরণ বাংলাদেশের মুসলিমদের জন্যে একটা বড় কষ্টের কারণ।
chayan publisher