মুখস্থ করার জন্য সেরা অধ্যয়নের কৌশলগুলি কী কী?

1 Answers   1.6 K

Answered 2 years ago

ফাইনম্যান টেকনিক


মার্কিন পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান এই টেকনিক টা আবিষ্কার করেন।এটা কার্যকরী একটা টেকনিক।কাজে লাগিয়ে দেখতে পারেন। এর স্টেপ চারটা। সিম্পল চারটা স্টেপ ফলো করলেই হয়ে যাবে,


১। একটি কাগজ নিয়ে যে বিষয়টি তুমি আয়ত্ব করতে চাও, তার নাম লিখে ফেলো। তারপর সে বিষয় নিয়ে পড়াশোনা শুরু করো এবং যা কিছু জানো, সবকিছু সেখানে লিখে ফেলো। নতুন কিছু জানলে, সেটিও সেখানে অন্তর্ভুক্ত করো।


২। এরপর কল্পনা করো একটি বাচ্চাদের ক্লাসরুম এবং মনে মনে সেই বাচ্চাদের কনসেপ্টটি বুঝাও। চেষ্টা করবে যতটা সম্ভব সহজে তাদেরকে বোঝানোর।


৩। নিজের জানা ও বোঝার ঘাটতি গুলো চিহ্নিত করো এবং আবার পড়াশোনা করো যাতে এই ঘাটতিগুলো আর না থাকে।


৪। সম্পূর্ণ প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করো যাতে ব্যাখাগুলো আরও সহজ হয়। এই ব্যাখা সহজ করার অন্যতম উপায় হচ্ছে – উপমার ব্যবহার। যেমন – এন্টিবডিকে পুলিশের সাথে তুলনা করা। পরিচিত কোনো ঘটনা বা বস্তুর সাথে কোনো জটিল বিষয়ের তুলনা করাকে গভীর জ্ঞানের প্রকাশ হিসেবে দেখা হয়।


Suriya Mimpi
suriyamimpi
306 Points

Popular Questions