মুক্তিযুদ্ধের সময় রাশিয়া বাংলাদেশকে সাহায্য করা সত্ত্বেও বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে সমর্থন ও অগ্রাধিকার দেয় কেন?

1 Answers   1.9 K

Answered 2 years ago

কনটেক্সট আলাদা, প্রয়োজন আলাদা। রাজনীতিতে স্থায়ী শত্রু/মিত্র বলে কিছু নেই। সব সম্পর্কই প্রয়োজনের, সময়ের।

আবার যেমন উল্লেখ করেছেন, খেয়াল করুন। ১৯৭১ এ যুক্তরাষ্ট্র চীনের বন্ধুত্ব চেয়েছে কিন্তু ২০২১ সালে তাকে শত্রু জ্ঞান করছে।

আবার, চীনের দিকে খেয়াল করুন। ১৯৭১ এ জন্মের বিরোধিতা করছে কিন্তু ২০২১ এ বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশিদার।

এবার বাংলাদেশের দিকে।

পররাষ্ট্রনীতির মূলকথা হলো, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। কাজেই কেউই আমাদের শত্রু নয়, এমনকি পাকিস্তানও নয়। ৭১ সালের শত্রুরাষ্ট্র ১৯৭৪ সালে স্বীকৃতি দিয়ে বন্ধু হয়েছে। সার্কে, জাতিসংঘে, ন্যামে, ওআইসিতে বাংলাদেশ-পাকিস্তান এক মেরুতেই। কিন্তু সেটা বহুপাক্ষিক কূটনৈতিক বিষয়।

দ্বিপাক্ষিক কূটনীতি ভিন্ন বিষয়। দ্বিপাক্ষিক-বহুপাক্ষিক যে কোন কূটনীতিতে মতবিরোধ/স্বার্থের সংঘাত থাকতেই পারে। আছে। শুধু পাকিস্তান বা চীন নয়, ভারত, মিয়ানমার, যুক্তরাষ্ট্র-সবার সাথেই থাকতে পারে কিন্তু তা কূটনৈতিক সম্পর্কের, আলোচনার বিরোধী নয়।

ভারতের কথাই ধরুন, তিস্তা নিয়ে বিরোধ কিন্তু আমাদের অভিন্ন নদী ৫৪টি, বাণিজ্য অসম কিন্তু সহযোগীতার ক্ষেত্র প্রায় ৬৭টি।

চীন, পাকিস্তান কিংবা যুক্তরাষ্ট্র কিংবা মিয়ানমারের ক্ষেত্রেও নম্বরেরও চেয়েও সম্পর্ক ও সহযোগিতা সত্য। কাজেই একটি বা দুটি বিষয়ে বিরোধ যেন আমাদের কনফিউজ্ড না করে।

Sinjon Khan
sinjonkhan
517 Points

Popular Questions