Answered 2 years ago
আপনি যদি শুধু ফ্রিল্যান্সিং করতে চান তাহলে খুব কম বাজেটের পিসি তেই হয়ে যেতো, কিন্তু যেহেতু আপনি ভালো মত গেমিং ও করতে চান সেহেতু আপনাকে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড নিতে হবে আর যার বাজার দাম বর্তমান বেশি চলছে।
তবে আপনি যদি ফ্রিল্যান্সিং এর পাশা পাশি হালকা গেম খেলতে চান তাহলে ryzen ৫৮০০ এর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড যুক্ত প্রসেসর দিয়ে পিসি নিতে পারেন ৬০ হাজার টাকার মধ্যে হয়ে যাবে। এবং ভালো মত ফ্রিল্যান্সিং ও করতে পারবেন।
কিন্তু আপনি যদি ভিডিও এডিটিং এবং ভালো মত গেমিং করতে চান তাহলে ৬০ হাজার বাজেটের সাথে মিনিমাম আরো ৩০ হাজার এড করে আপনাকে একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। মোটামুটি ১ লাখ বাজেট নিয়ে আপনাকে পিসি তৈরি করতে হবে।
বাজেট যদি আপনি এক লাখ করতে পারেন যদি ভালো মানের গ্রাফিক্স কার্ড নেন তবে প্রসেসর ইন্টেল ১১ জেনারেশন core i5 নিয়েন।
bivorshaim publisher