Answered 2 years ago
মায়াজাল বা পিনিকপাই বাংলাদেশের দুটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল । এরা যেসব ভিডিও বানায় তা বিভিন্ন অংশ ইউটিউব থেকে কেটে কেটে নিয়ে বানায় । আপনি যদি ইউটিউব থেকে কোন ভিডিও কেটে ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়েন তাহলে অবশ্যই কপি রাইট ক্লেইম খাবেন । কারণ আপনি যে ভিডিওটা দিবেন সেটার হুবুহু ভিডিও আগের অনেক চ্যানেলে দেয়া হয়েছে । কিন্তু মায়াজাল বা পিনিকপাইর মতো চ্যানেলের ইডিটরস রা েই ভিডিও গুলো খুব ভালোভাবে এডিট করে নেয় , ভিডিওর বিভিন্ন জায়গায় বিভিন্ন লোগো যুক্ত করে । বুঝা যায় না যে সে হুবুহু কপি করেছে । তাই তাদের ভিডিওতে কপিরাইট ক্লেইম পড়ে না।
Kani publisher