মাসে ১০০০০- ৩০০০০ টাকা ইনকাম করা যায় এরকম কী কী মাধ্যম আছে?

1 Answers   5.8 K

Answered 2 years ago

মাসে ১০-৩০ হাজার টাকা আয়ের অনেক মাধ্যম আছে।তার মধ্যে অন্যতম হলো: ১. ফ্রিল্যান্সিং করা(এটার জন্য অবশ্যই আপনাকে কম্পিউটারের উপর ভালো দক্ষতা থাকতে হবে।) ২. টিউশনি করা ( ভালো বুঝানোর দক্ষতা থাকতে হবে) ৩.ডেলিভারি বয় (সাইকেল/ বাইক চালানো জানতে হবে) ৪. ওয়েল্ডার ( ধাতু ও ওয়েল্ডিং পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান ও দক্ষতা থাকতে হবে) ৫.ইলেকট্রিশিয়ান ( বাসা- বাড়ির বৈদ্যুতিক সংযোগ এর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে) ৬. রেডিও-টিভি মেকানিক (রেডিও ও টিভি সারানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে) ৭. পোগ্ৰামিং করা ( যেকোন একটি পোগ্ৰামিং ল্যাংগুয়েজ এর উপর কঠিন দক্ষতা থাকতে হবে) ৮. প্রাইভেট কার ড্রাইভিং ( লাইসেন্স থাকতে হবে) ৯. ওয়েব ডেভেলপার ১০. গুগল / ইউটিউব/ কোরা তে নিজের কন্টেন্ট/ ব্লগ তৈরি করা। উপরের সবগুলো কাজই হচ্ছে দক্ষতাভিত্তিক কাজ। যার জন্য আপনার অভিজ্ঞতা ও প্রয়োজন। তাই অর্থ উপার্জনের জন্য দক্ষতা অর্জন করুন অথবা নিজে কোন ব্যাবসা খুব বুঝে দাড় কড়ান। By the way, আমি একজন ওয়েল্ডার ও সাথে সাথে টিউশনি করি।
Hafiz Khan
hafizkhan
308 Points

Popular Questions