মাসের শুরুতে আমার কাছে ১০০ টাকা থাকলে, মাসের শেষ অবধি একে ৫০০ টাকা বানাব কী করে?

1 Answers   8.5 K

Answered 2 years ago

ব্যাবসা করেই আপনি ৩০ দিনের কমেই আপনার ১০০ কে ৫০০ করতে পারবেন। মেধা ও পরিশ্রমের সংমিশ্রন ঘটাতে হবে।

একটা ছোট উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ডিমের ব্যাবসার চেস্টা করা যেতে পারে।

১ম দিন : পাইকাড়ী বাজার বা আড়ৎ থেকে ৬ টাকা দরে ১৬ টি ডিম কিনলেন ৯৬ টাকায় এবং ৪ টাকা হাতে থাকলো। ৬ টাকাই এখন ডিমের আড়ৎ মূল্য। খুচরা দোকানে ১০০-১০৫ টাকা ডজন বিক্রি করে, আমরা ৯৬ টাকা ডজন বা প্রতিটি ৮ টাকা করে হিসাব করবো। ১৬ টা ডিম আপনাকে খুচরা ৮ টাকা দরে বিক্রি করতে হবে। ক্রেতা খুঁজে বের করার দায়িত্ব আপনার। ৮ টাকা করে ১৬ টি ডিমের খুচরা দাম ১২৮ টাকা এবং ৪ টাকা আপনার হাতে ছিল। ১ দিন শেষে মূলধন দাঁড়ালো ১৩২ টাকা

২য় দিন : ৬ টাকা দরে ২২ টি ডিম কিনলেন ১৩২ টাকায়, খুচরা বিক্রি করলেন ৮ টাকা দরে মোট হলো ১৭৬ টাকা । ২য় দিন শেষে মূলধন ১৭৬ টাকা হয়ে গেল।

৩য় দিন : ৬ টাকা দরে ২৯টি ডিম ১৭৪ টাকায় কিনলেন হাতে ২ টাকা থাকলো, খুচরা বিক্রি করলেন ৮ টাকা দরে মোট হলো ২৩২ টাকা এবং ২ টাকা আপনার হাতে ছিল মোট হলো ২৩৪ টাকা । ৩ দিনে আপনার মূলধন ২৩৪ টাকা।

৪র্থ দিন: ৬ টাকা দরে ৩৯ টি ডিম ২৩৪ টাকায় কিনলেন, খুচরা বিক্রি করলেন ৮ টাকা দরে মোট হলো ৩১২ টাকা। মূলধন ৩১২ টাকা।

৫ম দিন: ৬ টাকা দরে ৫২টি ডিম ৩১২ টাকায় কিনলেন, খুচরা বিক্রি করলেন ৮ টাকা দরে মোট হলো ৪১৬ টাকা। মূলধন ৪১৬ টাকা।

৬স্ট দিন : ৬ টাকা দরে ৬৯টি ডিম ৪১৪ টাকায় কিনলেন এবং হাতে থাকবে ২ টাকা, খুচরা বিক্রি করলেন ৮ টাকা দরে মোট হলো ৫৫২ টাকা এবং ২ টাকা হাতে ছিল। মূলধন এখন ৫৫৪ টাকা।

এ পুরো সময়ে আপনার পরিবহন কোন ব্যায় হবে না কারন আপনার মূলধন মাত্র ১০০ টাকা এবং নিজের পায়ের উপর ভরসা করে চলাফেরা করতে হবে। আড়ত খুঁজে বের করা ও উপযুক্ত ক্রেতাও আপনাকে খুঁজে বের করতে হবে। ১০০ কে ৫০০ করতে ৩০ দিন বা ১ মাস লাগে না। ৬ দিনেই সম্ভব। চেস্টা করে দেখতে পারেন। ধন্যবাদ

Mr. Groot
mrgroot
351 Points

Popular Questions