মালদ্বীপ ভ্রমণের জন্য বছরের কোন সময়ে যাওয়া উত্তম? মালদ্বীপে ‘অবশ্যই দেখা উচিত’-এমন পর্যটন জায়গাগুলি কী?

1 Answers   11.7 K

Answered 2 years ago

নোয়াখালীর মাইজদি থেকে সিএনজি নিয়ে চেয়ারম্যানঘাটে আসবেন। সেখান থেকে ৩ ভাবে হাতিয়া যাওয়া যায়। স্পিডবোট, ট্রলার বা সি-ট্রাক। সকাল থেকে দুপুর পর্যন্ত স্পিডবোট আর ট্রলার পাবেন। কিন্তু সি-ট্রাক সকাল ৮ টায় ছাড়ে দিনে একবার ই৷ মাইজদি থেকে চেয়ারম্যান ঘাট আসতে ২ ঘন্টা লাগে। খেয়াল রাখবেন আকাশ মেঘলা বা নদীতে ঢেউ থাকলে ৩টি ই বন্ধ থাকে৷ তখন হাতিয়া থাকে বিচ্ছিন্ন দ্বীপ। হাতিয়ার নলচিরা ঘাটে নামলে সেখানে সিএনজি কিংবা মোটরসাইকেল পাবেন নিঝুম দ্বীপ যাওয়ার জন্য। সাধারণত দ্বীপ অঞ্চলে কৃষিকাজ কম হয় বলে এখানে খাবার দাবারের দাম বেশি। অবে সঠিক সময়ে আসলে সস্তায় ইলিশ মাছ পাবেন। থাকার জন্য হোটেল আছে। হাতিয়া দ্বীপে কিন্তু কারেন্ট নেই। জেনারেটরের মাধ্যমে আপনার হোটেলে দিনের নির্দিষ্ট সময় কারেন্ট দেয়া হবে।

হাতিয়ায় ঘাট প্রতিনিয়ত ভাঙে আর নোয়াখালীতে খাল শুকিয়ে যাওয়ায় নৌযান বাধানো ঘাটে আসতে পারে না। এজন্য খেয়াল রাখবেন ব্যাগ বাচ্চা বা বৃদ্ধ মানুষ নিয়ে কাদা পানি দিয়ে হাতিয়া যাওয়া অনেক কষ্টদায়ক। পরিবার নিয়ে ট্যুরে আসলে ভালো হয় সদরঘাট থেকে ফারহান বা তাশরীফ লঞ্চে উঠলে। সরাসরি হাতিয়া।

Noyon Khan
noyonkhan
287 Points

Popular Questions