Answered 1 year ago
কোনো ঋণগ্রহীতা ঋণ পরিশোধ করার পূর্বে যদি মারা যান, সে ক্ষেত্রে ঋণ মুকুব হবে কী না, সেটা কিছু পরিস্থিতির উপর নির্ভর করবে। ১। যদি ঋণটি ইন্স্যুরেন্স করা থাকে, তবে, ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে, ঋণ পরিশোধের ব্যবস্থা নেয়া হবে। ২।
যদি ঋণের ক্ষেত্রে ঋণগ্রহীতার সাথে কোনো সহ ঋণগ্রহীতা থাকেন, যাকে
ব্যাংকের ভাষায় co-borrower বলা হয়, তাহলে, সেই co-borrower ঋণটি পরিশোধ
করার জন্য দায়বদ্ধ থাকবেন। ৩। যদি ঋণটির ক্ষেত্রে কোনো গ্যারান্টর থেকে থাকেন, সে ক্ষেত্রে গ্যারান্টর যিনি, তিনি ঋণ পরিশোধ করার জন্য দায়বদ্ধ থাকবেন। ৪।
যদি মৃত ঋণগ্রহীতার ব্যাংকে কোনো প্রকার টাকা জমা থাকে, সেটা থেকে ঋণ
আদায়ের চেষ্টা করা হবে। এসব ক্ষেত্রে ব্যাংক right of set off কে execute
করবে। ৫। যদি মৃত ঋণগ্রহীতার নামে কোনো সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক থাকে, সেটা ব্যাংকের নিয়মানুসারে auction করে ঋণ আদায় করা যেতে পারে। ৬।
যদি মৃত ঋণগ্রহীতার সম্পত্তি থাকে এবং সেটা এই ঋণের সাথে সম্পর্কিত না ও
থাকে, তথাপি ব্যাংক ওই সম্পত্তির থেকে ব্যাংকের অনাদায়ী ঋণ পরিশোধের জন্য
আইনগতভাবে claim file করার জন্য অগ্রসর হতে পারে। ৬।
যদি উপরের কোনো অবস্থাই পরিস্থিতির ক্ষেত্রে প্রযোজ্য না হয়, সে ক্ষেত্রে
মৃত ঋণ গ্রহীতার উত্তরাধিকারী কে ঋণ পরিশোধের জন্য আবেদন জানানো হবে। এ
ক্ষেত্রে উত্তরাধিকারী র সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। ঋণ পরিশোধের জন্য তাঁকে
বাধ্য করা যাবে না। তবে যদি, উত্তরাধাকারী ওই মৃত ঋণ গ্রহীতার সম্পত্তি বা
সম্পত্তির অংশ পেয়ে থাকেন, সে ক্ষেত্রে ঋণ আদায়ের জন্য, ব্যাংক আইনি
পদ্ধতিতে অগ্রসর হয়ে attachment order এর জন্য আপিল করতে পারে। তবে,
উত্তরাধিকারীর একান্তভাবেই নিজস্ব আয় বা সম্পত্তি থেকে ঋণ আদায় করার জন্য,
উত্তরাধিকারীকে বাধ্য করা যাবে না। ৭।
যদি উপরের ১ থেকে ৬ পর্যন্ত বর্ণিত অবস্থার কোনোটাই এই পরিস্থিতিতে
প্রযোজ্য না হয়, সে ক্ষেত্রে ব্যাংকের পক্ষে ঋণটি মুকুব করা ছাড়া গত্যন্তর
থাকে না। সাধারণত:
ছোটো খাটো ঋণের ক্ষেত্রে, ব্যাংক এরকম পরিস্থিতিতে ঋণটি সরাসরি মুকুব করার
সিদ্ধান্ত নিতে পারে। কত টাকা অবধি ব্যাংক সরাসরি ঋণ মুকুব করবে বা করতে
পারে, সেটা একান্তভাবেই ব্যাংকের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। যেখানে
ব্যাংকের ঋণ আদায় পদ্ধতি বা আইনী প্রক্রিয়া অনুসরণ করার কোনো রাস্তাই খোলা
থাকে না, সেক্ষেত্রেই ঋণ মুকুবের সিদ্ধান্ত নেওয়ার কথা চিন্তা করা হয়।
Omar publisher