Answered 2 years ago
কিছু জেনেটিক রোগ হবার সম্ভাবনা বেড়ে যায়। আমাদের দেহে কিছু রোগের গোপন জিন লুকায়িত থাকতে পারে যেটা প্রকাশ পায়না।
ধরুন আমি বাবার কাছ থেকে একটি রোগযুক্ত জিন পেয়েছি। কিন্তু মায়ের কাছ থেকে সেটার সুস্থ কপি পেয়েছি। সেক্ষেত্রে মায়ের কপির জন্য আমার শরীরে এই রোগটি হবেনা। অর্থাৎ দুটি কপিই খারাপ না হলে রোগটি প্রকাশ পাবেনা। এই রোগগুলিকে অটোসমাল রেসেসিভ রোগ বলে।
আবার অনেক রোগ আছে যার একটি কপি খারাপ থাকলেই রোগটি হতে পারে। যাকে অটোসমাল ডমিনেন্ট রোগ বলে।
যদি আমি আমার কাজিনকে বিয়ে করি, তাহলে ধরুন আমার দাদার কাছ থেকে ওই রোগযুক্ত জিনটি আমিও পেয়েছি আমার কাজিনও পেয়েছে। সেই ক্ষেত্রে আমার সন্তান যদি ওই দুইটা অসুস্থ কপিই পায় তাহলে তার রোগটি হবার সম্ভাবনা বেড়ে যায়।
তবে এই না যে কাজিন বিয়ে করলেই সন্তানটি অসুস্থ হবে। শুধুমাত্র কিছু রোগ হবার সম্ভাবনা কয়েক শতাংশ বেড়ে যায়।
অতএব আপনি চাইলে আপনার কাজিনকে বিয়ে করতে পারেন। তবে এটাই যদি কালচার হয়ে দাঁড়ায় তাহলে ওই রোগগুলো ওই সমাজে বেশি দেখা যাবে।
abbas publisher