Answered 2 years ago
ভাইজান, বিধবা মেয়েকে বিয়ে করার মতো সৌভাগ্য পৃথিবীতে কম পুরুষেরই হয়।
যদি পরিবার থেকে সাপোর্ট পান তাহলে চোখ বুজে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আশা করি আপনি সুখী হবেন।
বিধবা কিংবা পরিত্যক্তা মেয়েরা হচ্ছে পোড় খাওয়া মানুষ। একটা সংসার কীভাবে সুখী হয়। বরকে কীভাবে সুখী করা যায় তা এদের চেয়ে ভালো আর কেউ জানে না।
শুভকামনা আপনারের জন্য।
husnearahimu publisher