Answered 2 years ago
সে আপনাকে মানে না, বেয়াদবি করে। আপনিও তাকে পছন্দ করেন বলে মনে হচ্ছেনা। কাউকে ন্যূনতম শ্রদ্ধা করলে ইন্টারনেটে একগাদা অচেনা লোকের সামনে তার নামে নালিশ দিতেন না। ভেবে দেখেন পরস্পরকে অপছন্দ করা দুইজন মানুষ বিয়ে করলে জীবনে কতটা শান্তি আসতে পারে। প্রেম ট্রেম ইত্যাদির কথা নাহয় বাদই দিলাম। আপনি প্রাপ্তবয়ষ্ক মানুষ। নিজের ভালমন্দ নিজেকেই বুঝতে হবে। আমি শুধু বলতে পারি আমি এই পরিস্থিতিতে পড়লে কী করতাম। আমি এই সম্পর্কের প্রস্তাব বাতিল করে দিতাম। পৃথিবীতে কয়েক বিলিয়ন মানুষ বাস করে। আমাকে অপছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন না।
jannatul publisher