Answered 2 years ago
নাইট্রাস অক্সাইড (N2O) বা লাফিং গ্যাস। বর্ণ হীন, অদাহ্য এ গ্যাস মানুষের মস্তিষ্ক কে ধীর করে দেয়। ফলে গ্রহিতা এক ধরনের আনন্দের অনুভূতি নিয়ে থাকে। মস্তিষ্ক বিশ্রাম পায়। মানুষ হাসতে থাকে। স্নায়ু কে প্রভাবিত করে এই গ্যাস ব্যাথার অনুভুতি কমায়। নাইট্রাস অক্সাইড গ্রহণ করলে রোগি হাসতে থাকে এবং এই গ্যাসের প্রভাবে দুশ্চিন্তা কমে। হাল্কা সুর সুরি অনুভব হয়। মেডিকেল এবং ডেন্টাল সার্জারির জন্য এ গ্যাস বেদনা নাশক হিসেবে ব্যবহার করা হয়।
Azhar Ali publisher