Answered 1 year ago
আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান৷ বাংলাদেশের মধ্যবিত্ত শিক্ষিত সমাজে বসবাস৷ আমাদের প্রতিবেশি ছিলেন এক মুসলিম মেয়ে যিনি হিন্দু ছেলে বিয়ে করেছিলেন।
কিছুই হয় নি। তারা তাদের মত জীবন যাপন করেছেন। লোকে হয়তো পিছনে বলাবলি করেছে যে মেয়েটা হিন্দু বিয়ে করেছে। মা বাবা আর নিকটাত্মীয়রা হয়তো রাগ করেছেন। দূরত্ব সৃষ্টি হয়েছে৷ এর কারণ আসলে ইসলাম ধর্ম অনুসারে এ বিয়েটা হয় না৷ অর্থাৎ ইসলাম ধর্ম অনুযায়ী এভাবে থাকা ব্যভিচার। তাই পরিবার আত্মীয় স্বজনরা রাগ করেন।
এতটুকুই। বাংলাদেশে অনার কিলিং বা খুন খারাবি এসব নিয়ে হয় না বলেই জানি।
suriyasultana publisher