Answered 2 years ago
জীবন যুদ্ধের কঠিন লড়াইতে যখন একজন মানুষ নিজেকে আর মানিয়ে নিতে পারেন না ধীরে ধীরে পরিবেশ বা পরিস্থিতির কারণে লড়াইয়ের মাঠ থেকে পালিয়ে যেতে চান তখনই হয়তো একজন মানুষ এরকম চরম একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আসলে এটা যেন এক রকমের পালিয়ে বাঁচা। কিন্তু সত্যিই কি বাঁচা যায় ? জীবনে যদি বাঁচতেই না পারলাম তাহলে পালানো কিসের জন্য ! চরম হতাশা থেকে মানুষ যখন মনে করে আর কোনোভাবেই মুক্তির কোন পথ খুঁজে পাওয়া যাবে না তখন সে ভুল সিদ্ধান্ত নেওয়া শুরু করে। ধৈর্য হারিয়ে পলাতক সৈনিকের মত যুদ্ধ ক্ষেত্র ছেড়ে কাপুরুষের মত ফিরে আসে। আমার মনে হয় শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতে দাঁত চেপে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা জীবন সংগ্রামের লড়াই চালিয়ে যেতে পারি তাহলে এই চরম সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদেরকে সরিয়ে আনা সম্ভব হবে।
saifullah publisher