মানুষ কেন বুড়ু হয়?

1 Answers   7.9 K

Answered 1 year ago

সম্পর্কিত কেন মানুষ ভয় পায়? ঘুটঘুটে অন্ধকার। আপনি বাসায় একা। ড্রয়িংরুমে বসে টেলিভিশন দেখছেন। টেলিভিশনের হালকা শব্দ ছাড়া বাসায় আর কোন শব্দ নেই। হঠাৎ একটা উচ্চশব্দ শুনতে পেলেন। মাথা ঘুরিয়ে দেখলেন সদর দরজা খুলে বাড়ি খাচ্ছে ফ্রেমের সাথে। মুহূর্তেই শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে গেল, হৃৎস্পন্দন এত বেড়ে গেল যে হৃদপিণ্ড বুকের খাঁচা ছিঁড়ে বের হয়ে আসতে চাইল। মাংসপেশী শক্ত হয়ে গেল। কয়েক সেকেন্ড পর বুঝতে পারলেন যে আসলে বাতাসে দরজাটি খুলে গেছে। কেউ দরজাটি খুলে বাসায় অনুপ্রবেশের চেষ্টা করেনি। তখন আপনি হাফ ছেড়ে বাঁচলেন। কারনটা বুঝতে না পারলে কিযে হতো।
Belal Uddin
belaluddin
391 Points

Popular Questions