মানুষ কেন অমর হতে পারে না?

1 Answers   6.8 K

Answered 2 years ago

মানুষ বা যেকোনো জীব যখন জন্মগ্রহণ করে, তখন তার কোষীয় কার্যক্রম পুরোপুরি সজীব অবস্থায় থাকে। কোষের প্রতিনিয়ত বিভাজনের মাধ্যমে জীব পূর্ণাঙ্গতা লাভ করে। কোষ বিভাজনের পাশাপাশি একই ভাবে বহু কোষ নষ্ট হতে থাকে। এবং দেহের প্রতি অঙ্গে কোষকলার একক কাজ করার জন্য যে টিস্যু কাজ করে, তাও ক্ষয়প্রাপ্ত বা বিনষ্ট হতে থাকে। বাহ্যিক বিভিন্ন অনুজীব, অনুষঙ্গের সংস্পর্শে জীবদেহের প্রতিরোধ ক্ষমতাও কমতে থাকে। এভাবে যখন প্রত্যেকটি দিক থেকে শক্তিক্ষয়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়ে আসে, তখনই মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়, যা চিরায়ত।

Rashedul Rana
rashedulrana
267 Points

Popular Questions