Answered 2 years ago
মানুষ চাঁদে যাওয়ার পক্ষে অসংখ্য নীরিক্ষামূলক প্রমাণ আছে। মানুষ ছয় বার চাঁদে গিয়েছিল।
আর এখন যায় না কথাটা সত্যি না। গত অনেক বছর যায় নাই কারণ চাঁদে যাওয়া অনেক ব্যয়বহুল, নাসার অন্যান্য প্রজেক্টের কারণে চাঁদে মিশন পাঠানো হয় নাই। তবে শিঘ্রই প্রজেক্ট আরতেমিসে মানুষকে আবার চাঁদে পাঠানো হচ্ছে।
rohanahmed publisher