Answered 2 years ago
যখন মানুষটির ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়।
যখন মানুষটি এলোমেলো,অসংলগ্ন এবং বেপরোয়া আচরণ করতে থাকে।
মানুষ যখন কোন কিছু নিয়ে অতি বাড়াবাড়ি এবং অতিরঞ্জিত করে,তখন সে গুরুত্বহীন হয়ে উঠেন।
যখন মানুষটির পকেটের টাকা ফুরিয়ে যায়।
যখন সে এক মুখে দুই কথা বলেন।অর্থাৎ যখন কথা এবং কাজে মিল থাকেনা।
যখন সে দায়িত্ব নিতে ভয় পান।
যখন মানুষ ছলচাতুরি,মিথ্যা এবং প্রতারণার আশ্রয় নেন।
যখন সে অন্যের নামে প্রপাগান্ডা এবং বিদ্বেষ ছড়ান।
ashis publisher