Answered 2 years ago
এরকম কোন সত্য ইতিহাস মনে হয় খুঁজে পাওয়া যাবে না। তবে চা আবিষ্কার এর ঘটনা আর ঔষধের মধ্যে একটা মাত্র পরিবার, এন্টিবায়োটিকের মধ্যে পেনিসিলিন এর আবিষ্কার এর মতোই কিছু একটা হবে।
চা আবিষ্কার এর ঘটনা তো আমরা জানি। এক চীনা সম্রাট চা বাগানের মধ্যে বসে ছিলেন তার লোকলস্করসহ। তার সামনে পানি গরম হচ্ছিল ফুটন্ত কড়াই এ। হঠাৎ একটা পাতা এসে ঐ পানিতে পড়লো আর রংটা পরিবর্তন হয়ে গেলো। তিনি কি মনে করে ঐ পানীয়টা মুখে দিলেন এবং কি রকম একটা সতেজ বা চাঙ্গা ভাবটা তার ভালোই…(বিখ্যাত মাসিক পত্রিকা রহস্যপত্রিকা)
আলেকজান্ডার ফ্লেমিং অন্য একটা গবেষণা করছিলেন মাইক্রোস্কোপ দিয়ে। এ সময় জানালা দিয়ে শুকনো কোন পাতার অংশ তার তৈরি করা জীবাণু কালচার(কলোনি)- পরিবর্তন আনলো। সেটা পেনিসিলিন গাছের পাতা ছিল।
abujahid publisher