মানুষের অশ্বভগন্দর কী ভাবে হয়? এবং এটির নিরাময় কীভাবে সম্ভব?

1 Answers   11.5 K

Answered 2 years ago

সব স্তন্যপায়ী জীবের মলাশয়ের কাছে ভেনাস প্লেক্সাস (শিরার জটলা) থাকে। মানুষ যেহেতু সোজা হয়ে দাঁড়িয়েছে, ঐ ভেনাস প্লেক্সাসের ওপর ভেনাস প্রেসার বেশী হয়‌ এর ফলে কারও কারও ঐ শিরার জটলা ছিঁড়ে গিয়ে রক্তপাত হয়। এটাই অর্শ। ভেনাস প্রেসার কমানোর জন্য কিছু ওষুধ পাওয়া যায়, সেই গুলো খেলে, শিরাগুলো সঙ্কুচিত করার জন্য লাগানোর ওষুধ ব্যবহার করলে এবং পায়খানা নরম রাখলে উপশম হয়, অপারেশন করে জটলা বাঁধা শিরাগুলো কেটে বার করে দিলে উপশম হবে, কিন্তু এই রোগ নির্মূল হয় না।

ভগন্দর বা ফিস্চুলা সম্পূর্ণ ভিন্ন মলদ্বারের রোগ। পেরিআ্যনাল গ্ল্যান্ড নামে মলদ্বারের চারপাশে কিছু গ্ল্যান্ড থাকে এতে জীবাণু সংক্রমণের জন্য এটা ফেটে গিয়ে মলাশয়ের ভেতরের সঙ্গে মলদ্বারের চারপাশে চামড়ায় ক্ষত সৃষ্টি করে নালী সৃষ্টি করে। বাইরের ক্ষত ওষুধে ঠিক হলেও মলের মাধ্যমে পুনরায় ক্ষত হয়। ক্রমে বহু ঐরকম নালী তৈরী হয়ে জটিল হয়ে গেলে সারানো কঠিন।

Chamok
chamok
294 Points

Popular Questions