মানবজাতির সর্বশ্রেষ্ঠ আবিষ্কার কোনটি?

1 Answers   10.9 K

Answered 2 years ago

অনেকেই অনেকরকম উত্তর দিয়েছেন। আমি কোনো বিতর্কে যাচ্ছিনা কিন্তু এখনো পর্যন্ত মানবজাতির বা বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো ELECTRICITY বা বিদ্যুৎ এবং এ বিষয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ ই নেই। কারণ অন্য সব বড় বড় আবিষ্কার ই অচল বিদ্যুৎ ছাড়া। বিজ্ঞানের বাকি সব আবিষ্কার শুধুই আবিষ্কার আর বিদ্যুৎ একাই এক প্রগতি। এ সব আবিষ্কারের উর্দ্ধে , অনেক উর্দ্ধে। বলা যায় , এখনো পর্যন্ত বিজ্ঞানের সেরা আবিষ্কার কি তার যদি তালিকা হয় তাহলে সেই তালিকায় এক থেকে একশো সব স্থান ই পাবে বিদ্যুৎ, একশো এক থেকে পরের দিকে কম্পিউটার, ছাপাখানা, বিমান, কিছু ভ্যাকসিন, রেডিও, টিভি, টেলিফোন ইত্যাদির স্থান হবে। কাজেই পৃথিবীর সর্বকালের সেরা আবিষ্কার বিদ্যুৎ এবং সর্বকালের শ্রেষ্ঠ আবিস্কারক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তবে এনার সাথে টমাস আলভা এডিসন এবং মাইকেল ফ্যারাডের নাম ও বলতে হবে কারণ তারাই তরিতের ব্যবহারিক প্রয়োগ কে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ।

পুনশ্চ - আমি নিশ্চিত ভাবে বলতে পারি উত্তরটি পড়ার সময় আপনার এলাকাতে লোডশেডিং হলে আপনার অজান্তেই আপনার হাতের আঙ্গুল আপভোট বাটন এর দিকে চলে যাবে।


Rocky Ahmed
Rocky Ahmed
516 Points

Popular Questions