মাত্র ২৪৫ টাকায় গুগলের আর্জেন্টিনার ডোমেইন কিনেছিলেন কিভাবে?

1 Answers   8.8 K

Answered 2 years ago

ক্ষণিকের জন্য গুগল আর্জেন্টিনার ডোমেইন নেম (Google) কিনেছিলেন এক ওয়েব ডিজাইনার। ঘটনাটি গত বুধবারের। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নিকোলাস কুরোনিয়া নামের ওই ওয়েব ডিজাইনার স্বাভাবিক প্রক্রিয়ায় ডোমেইন নেমটি কেনেন। কাজটি যে এমন জলবৎতরলং হয়ে যাবে, তা তিনি কল্পনাও করেননি বলে জানিয়েছেন।

গুগল আর্জেন্টিনাও নিশ্চিত করেছে, ক্ষণিকের জন্য ডোমেইনটি তাদের হাতছাড়া হয়। তবে এখন সেটির নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে তারা।

বুধবার রাতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস এইরেসের অদূরে নিজের ডেস্কে বসে কাজ করছিলেন নিকোলাস। এক গ্রাহকের হয়ে ওয়েব ডিজাইনে ব্যস্ত ছিলেন। এমন সময় তাঁর হোয়াটসঅ্যাপে বার্তা আসতে থাকে, গুগল কাজ করছে না, সার্ভার অচল (ডাউন) হয়ে গেছে।

Trycia Towne
oishe
366 Points

Popular Questions