মাঠে নামার সময় প্রতি খেলোয়াড়ের সাথে একেকজন বাচ্চা থাকে কেন?

1 Answers   14 K

Answered 2 years ago

খেলোয়াড়দের সাথে থাকা এসব বাচ্চাদের "প্লেয়ার মাসকট" বা "চাইল্ড মাসকট" (mascot) অথবা "চাইল্ড এসকর্ট"

বলে। এদের সাথে রাখার কারণ হল -

১/শিশুরা হল নিষ্পাপ, নিষ্কলুষতার প্রতীক।

২/ কোনো দুই দল প্রবল প্রতিপক্ষ হলে তাদের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য মাঝখানে শিশু দেওয়া হয়।

৩/ অনেক সময় একদলের সমর্থকরা অন্য দলকে bullying করে অথবা বিভিন্ন জিনিস ছুঁড়ে মারতে পারে। কিন্ত ছোট বাচ্চারা সাথে থাকলে সেটা করা সম্ভব হয় না।

এদের বয়স হয়ে থাকে সাধারণত ৬-১৮ এর মধ্যে। ১৯৯০ সাল থেকে এই প্রথার প্রচলন হয়৷

শিশু ছাড়াও, আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে নেদারল্যান্ডস এর আয়াক্স আমস্টারডাম ফুটবল ক্লাব তাদের খেলোয়াড়দের নিজ নিজ মাকে এসকর্ট হিসেবে নিয়ে আসে।

পোস্টটি আপনার জানার পরিধি বৃদ্ধি করলে আপভোট দিয়ে পাশে থাকুন।

অসংখ্য ধন্যবাদ, পোস্টটি পড়ার জন্য।


Abbas
abbas
320 Points

Popular Questions