মাটির ফিল্টারের পানি কতটুকু স্বাস্থ্যসম্মত?

1 Answers   13.4 K

Answered 3 years ago

প্লাস্টিকের চেয়ে মাটির পাত্রে পানি খেলে শরীরের বিপাক বৃদ্ধি পায়। এ ছাড়া পেটের যেকোনো সমস্যা যেমন গ্যাস্ট্রিক, আলসারের মতো সমস্যা কমায় মাটির পাত্রের পানি। পানির সব থেকে ভালো গুণ হলো এটি পচে না। অর্থাৎ বিশুদ্ধ পানি হলে তা অনেক দিন পর্যন্ত ভালো থাকে।

Rajibul islam
rajibul
301 Points

Popular Questions