মাওয়া ও জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণের ফলে কী কী সমস্যার সৃষ্টি হয়েছে?

1 Answers   5.2 K

Answered 2 years ago

গতকাল পদ্মা সেতু ভ্রমন করলাম। খুবই দারুন এক অভিজ্ঞতা হলো। বাসে করে পদ্মা সেতু পাড়ি দিতে ঘড়ি ধরে ৬ মিনিট ৫ সেকেন্ড লাগলো। এই নদী ফেরি দিয়ে পার হতে লাগতো আড়াই ঘন্টা। সেটা যদি ফেরি পাওয়া যেতো তবে। আর যদি ফেরির জন্য লাইন ধরতে হতো তবে রাতে লাইন ধরে সকালে ফেরি ধরতে হতো।

সেতু হওয়াতে এখন ৬ থেকে ৮ মিনিটের মধ্যে পদ্মা নদী পাড়ি দেয়া সম্ভব হচ্ছে।

মাওয়ার রাস্তা খুবই সুন্দর কিন্তু জাজিরা প্রান্তের সড়কগুলো খুব সরু। এত সরু যে সেখান দিয়ে দুটি বাস পাশাপাশি চলতে পারে না। জাজিরা প্রান্তে বাস সামনের দিকে এগোতেই দেখি বিআরটিসি বাস নষ্ট হয়ে রাস্তা ব্লক করে রেখেছে। পাশ দিয়ে একটা ভ্যানগাড়ি চলার জায়গা নেই। এত খারাপ অবস্থা শরীয়তপুরের সড়কগুলো।

সেতু পার হলাম ৬ মিনিটে কিন্তু শরীয়তপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে আড়াই ঘন্টা লেগেছে। এত খারাপ রাস্তা পদ্মার ওপাড়ে। ফিরে আসার সময়ে আরো ভয়াবহ অবস্থা। দুটা বাস আসতে নিলেই একটা বাসকে পিছন দিকে চালিয়ে পিছনে কোনো খালি জায়গায় একটু সরিয়ে অন্য বাসকে যেতে দিতো। এভাবে প্রায় তিন চারবার বাস পিছন দিকে চালিয়ে নিয়ে সামনের দিক থেকে আসা বাসকে ক্রস করতে জায়গা দিতে হয়েছে। শরীয়তপুর থেকে পদ্মা সেতুতে উঠতেই আড়াই ঘন্টা নষ্ট হয়েছে। এই সড়কটি কেনো উন্নয়ন করা হলো না সেতু নির্মানের সময় সেটাই খুব আশ্চর্য বিষয়।

মাওয়া থেকে জাজিরা যেতে ১০ মিনিট লাগবে কিন্তু জাজিরা থেকে মাওয়া যেতে লাগবে দুই ঘন্টা। ভয়াবহ খারাপ রাস্তা জাজিরার দিকে।


Rashed Rimon
rashedrimon
509 Points

Popular Questions